ফরিদপুরে শিশু ধ*র্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Share Now..


ফরিদপুরের আলফাডাঙ্গায় শিশু ধর্ষণের অপরাধে ৩৩ বছর বয়সী এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালক। এক সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আদালতে আসামির উপস্থিততে ফরিদপুর জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান বৃহস্পতিবার (২৫ মে) এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. হারুন শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের কামাল শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ১৩ বছর বয়সী এক শিশুকে চড় থাপ্পর মেরে ও ভয় দেখিয়ে ধর্ষণ করেন হারুন। পরে ধর্ষণের ওই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এবং ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবেন বলে শিশুটিকে হুমকি দেন।

এ ঘটনায় ২০২০ সালে ২৭ নভেম্বর ওই শিশুর মা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফির অভিযোগে মো. হারুন শেখকে একমাত্র আসামি করে মামলা করেন। থানা প্রশাসন ২০২১ সালের ২৮ জুন হারুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) স্বপন কুমার পাল জানান, ২০০০ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় এ রায় দেওয়া হয়েছে। আদা
লতের রায় অনুযায়ী অর্থদণ্ডের এক লাখ টাকা শিশুটিকে দেওয়া হবে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছেন।

One thought on “ফরিদপুরে শিশু ধ*র্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *