ফাইনালের আগে সুসংবাদ দিলেন মেসি 

Share Now..

চলমান কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। যদিও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পুরো সময় খেলেছেন তিনি। কিন্তু তার চোট নিয়ে শঙ্কা ছিল সমর্থকদের মাঝে। তবে ফাইনালের আগেই সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে ভালো অনুভব করছেন বলে জানিয়েছেন মেসি। 

দক্ষিণ আমেরিকার টেলিভিশন নেটওয়ার্ক ডি স্পোর্টসকে নিজের চোট নিয়ে মেসি বলেছেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে, মুভ করতে গিয়ে সমস্যা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কিছু যে একটা গড়বড় আছে, সেটা মাথার মধ্যে চলছিল। সেই ভয়টা গত ম্যাচে কেটে গেছে। ফাইনালের জন্য ভালো অনুভব করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *