ফাইনালের মহারণে নজর থাকবে যাদের ওপর
এশিয়া কাপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ান শ্রেষ্ঠত্বের এবারের লড়াইটি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসরের এখন পর্যন্ত ১২ ম্যাচে সমানতালেই পারফর্ম করেছে পাকিস্তান আর লঙ্কান ক্রিকেটাররা। আজ দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দেখে নেয়া যাক ফাইনালের মঞ্চে আলো ছড়াতে পারেন কারা-মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): পাকিস্তানের ব্যাটিংয়ে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান। ওপেনার হিসেবে এবারের আসরে দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছেন তিনি। এ পর্যন্ত ৫ ম্যাচের ৫ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিসহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার । এ পর্যন্ত সর্বোচ্চ ২৭৬ রান নিয়ে শীর্ষে আছেন ভারতের বিরাট কোহলি। তাই কোহলিকে ছাড়িয়ে যেতে ফাইনালে ৫১ রান করতে হবে রিজওয়ানকে। দুর্দান্ত ফর্মের কারনে নিজ দলের অধিনায়ক বাবর আজমকে সরিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখলে নিয়েছেন রিজওয়ান।সুপার ফোরে ভারতের বিপক্ষে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রিজওয়ান। তার অসাধারন ইনিংসের সুবাদে ভারতকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়েছিলো পাকিস্তান। তবে গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮ রান এই আসরে রিজওয়ানের সর্বোচ্চ। ফাইনালে জ্বলে উঠতে পারেন ফর্মে থাকা রিজওয়ান।বাবর আজম (পাকিস্তান): এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৫ ইনিংসে মাত্র ৬৩ রান করেছেন তিনি। টুর্নামেন্ট শুরুর আগে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাবর। বাজে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে সতীর্থ রিজওয়ানের কাছে শীর্ষস্থান হারিয়েছেন বাবর। তবে ফাইনালের মঞ্চে বাবরের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে পাকিস্তান। সাধারণত বড় মঞ্চেই জ্বলে উঠেন তারকারা। সেক্ষেত্রে জ্বলে উঠতে পারেন বাবরও।মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান): বল হাতে এবারের এশিয়া কাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার নেওয়াজ। ৫ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও দলের প্রয়োজনে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়ার সামর্থ্য আছে নেওয়াজের। সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে প্রমোশন পেয়ে ২০ বলে ৪২ রান করে ভারতের হাত থেকে ম্যাচ বের করে আনেন এই অলরাউন্ডার।
Unleash your inner warrior in this RPG adventure Lucky Cola