ফাইনালে আগে বোলিং করার কারণ জানালেন ওয়ার্নার

Share Now..

বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারতের সঙ্গে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। ভারতের বিপক্ষে ব্যাটিং সহায়ক উইকেটে এমন সিদ্ধান্তের পর অনেকে অবাক হয়েছিল। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক যে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন তা বুঝা যায় তাদের বোলিং আক্রমণ দেখার পরই।

সেই ম্যাচে আগে ব্যাটিং করে ২৪০ রানে স্বাগতিক ভারতকে আটকে দেয় অজিরা। এরপর ভারতের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। সেই সঙ্গে মিশন হেক্সা সম্পূর্ণ করে অস্ট্রেলিয়া।

এবার বিশ্বকাপ ফাইনালে আগে টস জিতে বোলিং করার কারণ জানিয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে আলাপচারিতা করার সময় ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ওয়ার্নার বলেন, ‘ফাইনালের আগের রাতে আমরা অনেক সময় ধরে ম্যাচ নিয়ে আলোচনা করেছি। ফাইনালে আমাদের কী করা উচিত। পরিসংখ্যান এবং আমাদের সামর্থ্য দুটি বিষয় নিয়েই আলোচনা করেছি। অনেকে বলেছে আগে ব্যাট করে বড় সংগ্রহ করার কথা। কিন্তু তারপর ম্যাচের দিন আমরা আবার এ নিয়ে সবাই কথা বলি যেখানে সবাই রান তাড়া করার পক্ষে মত দেয়। তার পরই সিদ্ধান্ত নিয়েছি আমরা আগে বোলিং করব।’

গত রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ায় ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাত্র ৭ রান করেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া গোটা বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ৫৩৫ রান করেন এই ওপেনার।

620 thoughts on “ফাইনালে আগে বোলিং করার কারণ জানালেন ওয়ার্নার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *