‘ফাইনালে বিরাটের আউটের মুহূর্তটা মৃত্যুশয্যায় মনে পড়বে’

Share Now..

ভারত বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতকে হারিয়ে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে অস্ট্রেলিয়া। ফাইনালে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ফাইনালে ভারতীয় ১ লাখ ৩০ হাজার দর্শককে চুপ করিয়ে দিবেন।

তখন কামিন্সের এমন কথা হয়তো অনেকে তখন হাসির ছলে নিয়েছেন। তবে কামিন্স নিজের বলা সেই কথা রাখলেন। ফাইনালে পুরো গ্যালারি নীরব করে শিরোপা জিতে অজিরা। বিশ্বকাপ ফাইনালের কোন মুহূর্তটা মৃত্যুর আগেও মনে পড়বে সেটাই এবার জানিয়েছেন অজি কাপ্তান প্যাট কামিন্স।

সাম্প্রতি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এইজ’-কে দেওয়া সাক্ষাত্কারের একপর্যায়ে কামিন্সকে জিজ্ঞেস করা হয়, মৃত্যুশয্যায় শুয়ে ফাইনালের কোন মুহূর্তটা তিনি মনে করতে চাইবেন? এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক কোনো সময় না নিয়েই বলেন, ফাইনালে বিরাট কোহলির উইকেট পাওয়ার মুহূর্তটা।

কামিন্স আরো খোলাসা করে বলেন, ‘কোহলির উইকেটটা পেয়ে আমি খুবই আনন্দিত হয়ে ছিলাম। সবাই যখন গোল হয়ে দাঁড়ালাম, সেই সময় স্মিথ বলল, ‘এসো, সবাই এক সেকেন্ড দর্শকদের শব্দ শুনি।’ মুহূর্তেই আমরা চুপ হয়ে গেলাম। মনে হলো গ্রন্থাগারের নীরবতার মধ্যে আছি। চারপাশে হাজার হাজার ভারতীয় দর্শক। কিন্তু একেবারে নিস্তব্ধ। এই মুহূর্তের স্বাদটা আমি অনেক দিন অনুভব করব।’

বিশ্বকাপ  ফাইনালে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক। ম্যাচের প্রথম ইনিংসে ২৯তম ওভারে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে আউট করে পুরো গ্যালারি স্তব্ধ করে দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার শর্ট লেংথের বল আলতো করে খেলতে চেয়েছিলেন কোহলি। ইনসুইংয়ের কারসাজিতে ব্যাটের কানায় লেগে বল গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। ৬৩ বলে ৫৪ রান করা কোহলির আউটে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *