ফারিয়া চরিত্রটি সারাজীবন মনে থাকবে: পারসা ইভানা

Share Now..

গত রোজার ঈদে ‘ব্যাড বাজ’ শিরোনামে নাটক নির্মাণ করে চমক দেখান নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটি লুফে নেয় দর্শক। সেই ধারাবাহিকতায় কোরবানির ঈদে ‘ব্যাড বাজ’ নাটকের সিকুয়াল ‘গুড বাজ’ নিয়ে আসেন তিনি।

১২ জুলাই সন্ধ্যায় ইউটিউবে ক্লাব ১১ এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত করা হয় নাটকটি। প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে নাটকটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশের ৬ দিন না যেতেই ৯৬ লাখের বেশি বার দেখা হয়েছে এটি। আছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। আর কমেন্টের ঘরে ৩১ হাজার মন্তব্যই বলে দেয় নাটকটি মানুষ কতটা উপভোগ করেছেন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, সাফা কবির, পারসা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম।

‘ব্যাড বাজ’ নাটকে পলাশের প্রেমিকার চরিত্রে অভিনয় করে চমকে দেন পারসা ইভানা। যেখানে ফারিয়া চরিত্রে অভিনয় করেন তিনি। আর তার প্রেমিক সামির চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ।

কিন্তু ‘গুড বাজ’-এ দেখা যায় সামি ও ফারিয়ার মধ্যে ব্রেকাপ হয়ে গেছে। তারা একে অপরকে সহ্যই করতে পারছেন না। যেন একে অন্যের মুখ না দেখলেই বাঁচেন। ‘ব্যাড বাজ’-এর তুমুল প্রেমের পর ‘গুড বাজ’-এ ফারিয়ার ব্রেকআপের অভিনয়ও দারুণ প্রশংসিত হচ্ছে। আর এ নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী।

নাটকটি নিয়ে ঢাকা পোস্টকে এই পারসা ইভানা বলেন, ‘ব্যাড বাজ’-এ আমার চরিত্রটি (ফারিয়া) অনেক বেশি সাড়া পেয়েছিল। ফলে যখন ‘গুডবাজ’ করার পরিকল্পনার হলো খুব নার্ভাস ছিলাম। কারণ এখানে সামি এবং ফারিয়ার চরিত্র পুরোই রিভার্স।’

অভিনেত্রী বলেন, ‘একটা নাটক যখন অনেক বেশি জনপ্রিয় হয়ে যায় তার সিকুয়াল করলেও মেন্টাল প্রেশারটা বেশি থাকে। আমি বেশ ভালোই নার্ভাস ছিলাম। কিন্তু এই টিমের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা বরাবরই খুব ভালো।’

তার ভাষ্যে, ‘নাটকের শুটিংয়ে আমরা সারাক্ষণই কোনো না কোনো ফান করেছি। পুরোটা সময় প্রত্যেকে খুব এনজয় করেছি। শুটিংয়ের সময় বৃষ্টিও হয়েছিল। তখন অবশ্য মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আমাদের পরিচালক কাজল আরেফিন অমি একটুও আশাহত হননি। এমনও হয়েছি একটা দৃশ্যও ঠিক মতো করতে পারছি না, ১০ মিনিট পরপর বৃষ্টি হচ্ছে। কিন্তু অমি ভাই বলেছেন তোমরা টেনশন করো না, হয়ে যাবে। শেষ পর্যন্ত সুন্দরভাবে কাজটি শেষ হয়।’

পারসা আরও যোগ করেন, ‘প্রকাশের পর নাটকটির জন্য দর্শকের যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি তা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। অনেক মজার মজার সব মন্তব্য পাচ্ছি। যেখানেই যাচ্ছি সবাই নাটকটি নিয়ে কথা বলছে। কোথাও কোথাও ফারিয়া নামেও কেউ কেউ আমাকে ডাকছেন। এসব বিষয় খুব অনুপ্রেরণা দিচ্ছে। ফারিয়া চরিত্রটি আমার সারাজীবন মনে থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *