ফিনল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৩ কিশোর হতাহত, হামলাকারী কিশোর আটক

Share Now..

ফিনল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিতে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ১২ বছরের এক কিশোরকে আটক করেছে। খবর বিবিসি।

অভিভাবকরা ফিনিশ গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানী হেলসিঙ্কির উত্তরে ভান্তার ভিয়েরটোলা স্কুলের একটি শ্রেণীকক্ষে এই হামলা চালানো হয়েছে।

পুলিশ জানিযেছে, ঘটনার ৯ মিনিটের মধ্যে স্থানীয় সময় সকাল ৯টা ১৭ মিনিটে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

সন্দেহভাজন ব্যক্তি হামলার পর পালিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে রাজধানী হেলসিঙ্কির উত্তর সিলতামাকি জেলায থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হামলার কথা স্বীকার করেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। 

গ্রেপ্তারের পর স্কুলের অধ্যক্ষ সারি লাসিলা বলেন, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে। 

দেশটির প্রধানমন্ত্রী পেটেরি অর্পো এই হামলাকে গভীরভাবে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশাপাশি স্কুলের সকলের সাথে তার সমর্থন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *