ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকম্প, ৬ জনের মৃত্যু

Share Now..

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ নিখোঁজ আরও দুইজনকে খুঁজছে। শনিবার ফিলিপাইনের স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শুক্রবার বিকেলে মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

দক্ষিণ কোটাবাতো প্রদেশের জেনারেল সান্তোস সিটির দুর্যোগ দপ্তরের প্রধান আগ্রিপিনো দাসেরা রয়টার্সকে জানিয়েছেন, সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কংক্রিটের দেয়াল ধসে এক দম্পতি এবং শপিংমলে আরও এক নারী মারা গেছেন।

উপকূলীয় শহর গ্লানের দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা রয়টার্সকে জানান, সারঙ্গানি প্রদেশের কেন্দ্রস্থলের কাছে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং ভূমিধসের পর নিখোঁজ আরও দুজনকে খুঁজছেন উদ্ধারকারীরা।

মার্কিন সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের সারঙ্গানি প্রদেশে গ্রিনিচ মান সময় ০৮১৪ টায় ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প আঘাতে হানে। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *