ফিলিস্তিনি ছাত্রীকে গুলি, দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় মৃত্যু

Share Now..

পশ্চিম তীরে পবিত্র জেরুজালেম শহরে ফের এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনীর অভিযোগ, ওই নারী সেনাদের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছিলেন।

আল জাজিরার খবরে নিহত নারীর নাম মাই আফনাহ বলে উল্লেখ করা হয়েছে। ২৯ বছর বয়সী এই নারী পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, মাই আফনাহ আবু দিস শহরে বসবাস করতেন। ইসরাইলি নিরাপত্তা বাহিনী তাকে গুলি করে ফেলে রাখে।

Palestinian woman ‘with knife’ killed by Israeli forces – France 24

এই ঘটনায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী একটি বিবৃতি দিয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, ওই নারী উত্তর-পূর্ব জেরুজালেমের হিজমা শহরের নিকট একটি ছুরিসহ সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন। এই ঘটনায় একজন ইসরায়েলি সেনা সামান্য আহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাতে জানা যায়, দীর্ঘক্ষণ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকার কারণে ওই নারীর মৃত্যু হয়। তাকে ফেলে রাখা হলেও ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্স আসেনি।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনী বেশ কয়েকজন ফিলিস্তিনি নাগরিককে বিভিন্ন অভিযোগে হত্যা করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, কোনোরকম হুমকি প্রদর্শন না করা সত্ত্বেও শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য ফিলিস্তিনি নাগরিকদের গুলি করে হত্যা করছে দখলদার বাহিনী।

One thought on “ফিলিস্তিনি ছাত্রীকে গুলি, দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকায় মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *