ফিলিস্তিনি সাংবাদিক শাজাকে গুলি করে হত্যা

Share Now..

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শরণার্থী শিবিরে সাংবাদিক শাজা আল-সাব্বাগকে মাথায় গুলি করে হত্যা করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) বাহিনীর নিরাপত্তা সদস্যরা।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, (শনিবার ২৮ ডিসেম্বর) রাতে পিএ বাহিনী ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় আল-কুদস বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাজার মাথায় গুলি করা হয়। নিহতের পরিবার জানিয়েছে, শাজা বাড়ি থেকে বের হয়ে কাছাকাছি কোথাও যাওয়ার সময় পিএ বাহিনীর আক্রমণের শিকার হন এবং তাকে গুলি করে হত্যা করা হয়।

রাজনৈতিক বন্দিদের পরিবারের কমিটি এই হত্যাকাণ্ডকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে, ‘এই অপরাধ আমাদের জনগণের স্বাধীনতা এবং জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এটি মানবিক ও জাতীয় মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’ কমিটি মানবাধিকার সংস্থা ও কর্মীদের কাছে এই দমনমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, ইসলামিক জিহাদ (পিআইজে) এবং অন্যান্য সংগঠনগুলোও শাজা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

গত দুই সপ্তাহে পিএ বাহিনী এবং ইসরাইলি বাহিনী উভয়ই জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এতে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধারা অভিযোগ করেছেন, পিএ বাহিনী ফিলিস্তিনি জনগণের সুরক্ষা দেওয়ার পরিবর্তে ইসরাইলি শাসনের কার্যনির্বাহী বাহিনীতে পরিণত হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *