ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারলো বাংলাদেশ

Share Now..

কিরগিজস্তানে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। এদিন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে খেললেও জয়ের দেখা পায়নি লাল-সবুজ বাহিনী। বিশকেকে দোলন আমরাজোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে যুদ্ধবিধ্বস্ত দেশটির কাছে ২-০ গোলের ব্যবধানে হারতে হয়েছে।

রবিবার পুরোটা সময় কেবল রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে দেখা গেছে বাংলাদেশি ডিপেন্ডারদের। গোলরক্ষক শহিদুল আলম ভালো কয়েকটি সেভ করেন। যার কারণে ব্যবধান কিছুটা কম হয়েছে। নয়তো আরও বড় ব্যবধানে হারতো জেমি ডে’র শিষ্যরা।

এদিন লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী মিডফিল্ডার রাহবার ওয়াহেদ খানের। কিন্তু সেটি স্মরণীয় করে রাখতে পারলেন না।

কাগজে-কলমে বাংলাদেশের কৌশল ৩-৪-৩ ফরমেশন থাকলেও আদতে ডিপেন্ডার তপু বর্মণ, তারিক কাজী, রেজাউল করিম এবং দুই উইং ব্যাক বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাত মিলে রক্ষণভাগ সামলিয়েছে। বিরতির পূর্বে এক গোল খাওয়ার পরই তারা খেই হারিয়ে ফেলেন। সেখান থেকে আর বের হতে পারেননি।

৩৩ মিনিটে প্রথম গোল খায় বাংলাদেশ। লায়েত খারুবের গোলে এগিয়ে যায় ফিলিস্তিন। এরপর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৬ মিনিটের সময় হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ইয়াসির হামদ।

শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *