ফিলিস্তিনে রাফাহ ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ১৫

Share Now..

গাজায় খান ইউনিসের নুসেইরাত শরণার্থী শিবির এবং রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মধ্য গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে ভোরে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছে। 

এদিকে, রাফাহ শহরে ইসরায়েলি বোমা হামলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। 

এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিনের পশ্চিমে সালেম সামরিক চেকপয়েন্টের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর দিকে অগ্রসর হচ্ছে। এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশরসহ বিভিন্ন দেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সতর্কতা উচ্চারণ করেছে।

তবে এতে কোনো কর্ণপাত করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই শহরে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ই অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজার ৩৬৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *