ফিলিস্তিন থেকে ১০ ভারতীয়কে উদ্ধার করলো ইসরায়েল
ফিলিস্তিনে ওয়েস্ট ব্যাংকের গ্রাম থেকে ১০ জন ভারতীয় নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ইসরায়েল। শুক্রবার (৭ মার্চ) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ভারতীয়কে গত একমাস ধরে বন্দী করে রাখা হয়েছিল। গত রাতে পশ্চিম তীরের গ্রামে অভিযান চালিয়ে তাদের মুক্ত করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভারতীয়দের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছিল। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আিডিএফ) ও ন্যায় মন্ত্রণালয়ের যৌথ অভিযানের ফলে তারা মুক্তি পায়। তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের পাসপোর্টও ফিরিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাদের বাকি কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এসব শ্রমিক ইসরায়েলে কাজের জন্য যান। তাদের বেশি পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছিল অন্যরা। ভারতীয় পাসপোর্ট দেখিয়ে ফিলিস্তিনিরা সহজেই ইসরায়েলে ঢুকতে পারে বলে জানানো হয়েছে। তেল আবিবে ভারতীয় দূতাবাসও ১০ জন ভারতীয়র মুক্তির বিষয়টি জানিয়েছে। এক্সে পোস্ট করে ভারতীয় দূতাবাস বলেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দূতাবাসের তরফ থেকে ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানানো হয়েছে।
ডয়চে ভেলে জানিয়েছে, ইসরায়েলে এখন ১৬ হাজার ভারতীয় কর্মী আছেন। তারা মূলত নির্মাণ শিল্পে কাজ করার জন্য সেখানে গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে ফিলিস্তিনি শ্রমিকদের ইসরায়েলে ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে। হামসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে জার্মানি, যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অনেক দেশ।