ফুটবল মাঠে শেখ রাসেলের অবস্থা লেজেগোবরে

Share Now..

পুলিশ ফুটবল দল ১০ জন নিয়ে খেলেছে। তারপরও শেখ রাসেল ক্রীড়া চক্র জিততে পারেনি। ১-০ গোলে হেরেছে। শেখ রাসেলের ফুটবলাররা কোনো প্রতিরোধই করতে পারেনি। এক সময়ের ঐতিহ্যবাহী এ দলটা এবার প্রিমিয়ার ফুটবলের বড় আসর লেজেগোবরে অবস্থা। ১২ ম্যাচ মাত্র ২ জয়। সঙ্গে ৫ ড্রয়ে পয়েন্ট ১১। ১০ দলের মধ্যে ৮ নম্বরে আছে। 

যেভাবে এগোচ্ছে, তাতে অবনমনের পথেই ধাবিত হচ্ছে। ম্যানেজম্যান্ট নীরব। এক সময় ফুটবর মাঠে ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র দেখার যেন কেউ নেই। ম্যানেজমেন্ট খোঁজও রাখছে না। দলের খেলোয়াড়রা ম্যাচ খেলতে যান, দলের সঙ্গে কোনো কর্মকর্তা থাকেন না। অনুশীলনে তো থাকার প্রশ্নই ওঠে না। কীভাবে একটা দলছে তা দেখার জন্য ফুটবল ম্যানেজমেন্ট থাকলেও ডাইরেক্টর ইনচার্জ কিংবা ডাইরেক্টর স্পোর্টস তারাও উধাও।

জানা গেছে দলগঠনেই অনিয়ম হয়েছে। ভালো মানের ফুটবলার নেওয়া হয়নি। একটা দল শীর্ষস্থানে যেতে হলে যেভাবে পরিকল্পনা অনুযায়ী দল গঠন করতে হয়, সেভাবে হয়নি বলে খবর। কর্তৃপক্ষের কাছে খেলোয়াড় তালিকা দেওয়া হলেও সেই তালিকা অনুসারে ফুটবলার নেওয়া হয়নি। ভালো দল না গড়ার কারণে আগের মৌসুমের অনেকেই দল ছেড়ে চলে গিয়েছেন। এ মৌসুমে ১০ কোটি টাকার বাজেট নিয়ে দল গড়া হয়েছে। 

কিন্তু কোথায় কীভাবে এই অর্থ ব্যয় করা হলো, কাদের হাতে বড় পারিশ্রমিক তুলে দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে ৩ লাখ টাকার ফুটবলার ৩০ লাখ টাকা দিয়ে নেওয়া হয়েছে। এই দলটা এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, কেউ খোঁজ রাখছে না। ম্যানেজমেন্ট হাল ছেড়ে দিয়েছে। তাহলে কী শেখ রাসেল ফুটবল দলটা হারিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *