ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share Now..

ফুলবাড়ী প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শাখা বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বুধবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত ইসলাম সাহাজুলের নেতৃত্বে পৌরবাজার থেকে পৌরশহরে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় পার্বতীপুর বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৗর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদত ইসলাম সাহাজুল, সহ সভাপতি মোস্তাহারুল হাসান রিপন, সহ সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুরতুজা হক অষ্টিন, পৌর যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল, সদস্য সচিব মানিক মন্ডল, উপজেলা প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, পৌর ছাত্রদলের আহবায়ক জিয়ায়ুর রহমান, সদস্য সচিব আল আমিন পাপ্পু প্রমুখ।
শেষে মিলাদ ও দোয়া মাহফিলসহ কেক কাটার মাধ্যমে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে পৌর বিএনপিসহ এর অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্নস্থারের নেতা-কর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *