ফেদেরার রেকর্ড ভেঙে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

Share Now..

টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুতর অভিযোগ এনেছেন নোভাক জোকোভিচ। তিনি দাবি করেন, ২০২০ অস্ট্রেলিয়া ওপেনের সময় মেলবোর্নে হোটেলে তাকে বিষক্রিয়া জাতীয় খাবার খাওয়ানো হয়েছে। ২৫টি গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়া ওপেনের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামের মালিক এই সার্বিয়ান কিংবদন্তি। চলতি আসরের শুরু থেকে দুর্দান্ত ফর্মে আছেন তিনি।

গতকাল পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে পর্তুগিজ জেইমি ফারিয়ার বিপক্ষে লড়াইয়ে নামেন জোকোভিচ। রড ল্যাভার অ্যারেনায় চার সেটের উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬-১, ৬-৭ (৪), ৬-৩, ৬-২ গেমে জয় নিয়ে মাঠ ছাড়েন জোকোভিচ। এই ম্যাচের মধ্য দিয়ে কিংবদিন্ত রজার ফেদেরার রেকর্ড ভাঙেন। ২০২১ সালে টেনিসের ইতি টেনেছিলেন সুজারল্যান্ডের তারকা। অবসের যাওয়া আগে ‘ফেডেক্স’ খেলেছেন ৪২৯ ম্যাচ। গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচের মধ্য দিয়ে ফেদোরার সেই রেকর্ড ভাঙেন জোকোভিচ, এই সার্বিয়ান তারকা খেলেছেন নিজের ৪৩০ নম্বর ম্যাচ। নারী ও পুরুষ মিলিয়ে সবোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের মালিক নোভাক জোকোভিচ। দুর্দান্ত জয়ের পর জোকোভিচ বলেন, ‘আমি এই খেলা এবং প্রতিযোগিতা পছন্দ করি। আমি জয়-পরাজয় নিয়ে ভাবি না। আমি সবসময় আমার মনকে কোর্টে ছেড়ে দিয়ে খেলি। আরেকটি রেকর্ড করতে পেরে আমি গর্বিত।’ 

অন্যদিকে এই ম্যাচে দুর্দান্ত খেলেও জোকোভিচের অভিজ্ঞতার কাছে হেরে যান জেইমি ফারিয়া। ২১ বছর বয়সী এই তরুণকে নিয়ে জোকোভিচ বলেন, ‘সে, দুর্দান্ত খেলেছে। আমি তাকে নেটে বলেছিলাম তার ভবিষ্যৎ উজ্জ্বল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *