ফের উত্তর কোরিয়ার মিসাইলে জাপানে সাইরেন

Share Now..


ফের পূর্ব সাগরে মিসাইল ছুঁড়লো উত্তর কোরিয়া। যার জেরে জাপানের হোক্কাইডোতে অ্যালার্ম বেজে ওঠে।বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ জাপানের একেবারের উত্তরের দ্বীপ হোক্কাইডোতে মিসাইল অ্যালার্ম বেজে ওঠে। দ্রুত সমস্ত নাগরিককে বাড়ি থেকে বেরিয়ে আশ্রয়শিবিরে চলে যেতে বলা হয়। তবে অ্যালার্ম বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, মিসাইলটি শেষপর্যন্ত সমুদ্রের উপর ভেঙে পড়ে।

জাপান এবং দক্ষিণ কোরিয়ার সেনা জানিয়েছে, মিসাইলটি সম্ভবত ব্যালেস্টিক। প্রোজেকটাইল মিসাইল। অর্থাৎ, নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারে মিসাইলটি। ফলে প্রাথমিকভাবে মনে হয়েছিল, মিসাইলটি জাপানের দ্বীপের উপর দিয়ে যাবে। কিন্তু পরে মিসাইলটি ভেঙে পড়ে।

গত কিছু দিনে একের পর এক মিসাইল জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রে নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ার সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, দেশের প্রধান কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়াকে যুদ্ধের জন্য আরও বেশি প্রস্তুত থাকতে হবে। এবং সে কারণে, অস্ত্রভাণ্ডার তৈরির কথাও বলেছেন তিনি।
উত্তর কোরিয়ার বক্তব্য, আমেরিকাকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপান ওই কোরিয়ান পেনিনসুলা অঞ্চলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে জোট বাঁধছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। তারপর মিসাইল পরীক্ষার বহর আরও বাড়িয়ে দিয়েছেন কিম। এর আগেও তাদের ছোঁড়া প্রোজেক্টাইল মিসাইলের জন্য জাপানে মিসাইল অ্যালার্ম বেজেছিল।

One thought on “ফের উত্তর কোরিয়ার মিসাইলে জাপানে সাইরেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *