ফের মন ভাঙল রাখির, বিয়েতে নারাজ দোদি

Share Now..

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের কারণেই বেশি আলোচনায় থাকেন। দু-দুবার সংসার জীবন শুরু করলেও তা টিকেনি। সেগুলোকে ভুল আখ্যা দিয়ে ফের বিয়ের ঘোষণা দিলেন তিনি। জানালেন, আর কোনো ভুল করতে চান না তিনি।  তবে এবার পাত্র কোনো ভারতীয় নন, একজন পাকিস্তানি।

আলোচনায় থাকতে পছন্দ করেন রাখি। তাই দর্শকের কাছে তিনি ‘ড্রামা কুইন’ হিসেবেই সর্বাধিক পরিচিত। কয়েকদিন আগেই রাখি জানিয়েছিলেন তিনি নাকি পাকিস্তানের অভিনেতা ও ব্যবসায়ী দোদি খানের বৌ হতে চলেছেন। বিয়ের জন্যও প্রস্তুত রাখি। পাকিস্তানে হবে অনুষ্ঠানও। কিন্তু সব প্ল্যান নিমেষে বদলে গেল এক ভিডিওতে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখির জানিয়েছিলেন, ইসলামিক রীতি মেনেই বিয়ে হবে তাদের। পরে তিনি ভারতে একটি রিসেপশনের আয়োজন করবেন এবং হানিমুনে নেদারল্যান্ডস বা সুইজারল্যান্ডে যাবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু এত সব প্ল্যানের পর ভেস্তে গেল সবকিছু। শোনা যাচ্ছে, রাখিকে বিয়ে করতে অস্বীকার করেছেন দোদি খান। পাকিস্তানি অভিনেতা-ব্যবসায়ী দোদি বিয়ে করতে অস্বীকার করায় মন ভেঙেছে রাখির। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে, দোদি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন তিনি রাখিকে বিয়ে করতে চান না। যা শুনে রেগে যান রাখি-ভক্তরাও।

অনেকেই বলছেন, এটা ভারতীয় অভিনেত্রীর অনুভূতিতে আঘাত। কেউবা লিখেছেন, ‘প্রথমে না ভেবেই কি প্রপোজ় করে দিয়েছিলেন? মিডিয়ার কথা চিন্তা না করে আপনি রাখিকে বিয়ের পর সুখী জীবনযাপন করতে পারতেন। মানুষ সমালোচনা করবেই। তাই বলে বিয়ে ভাঙা ঠিক নয়।’ ভিডিওতে দোদি খান বলেন, রাখিকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি বিয়ে করছেন না। তবে রাখির প্রশংসা করেন তিনি। অতীতে নানা সমস্যার সম্মুখীন হয়েও কী ভাবে মোকাবিলা করেছেন অভিনেত্রী। এবং সাহসিকতার জন্যই তাকে খুব পছন্দ করেন বলেও উল্লেখ করেন।

রাখিকে দেওয়া প্রেম প্রস্তাব প্রসঙ্গে দোদি বলেন, ‘কিছু দিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার একটি ভিডিও দেখেছিলেন। যেখানে আমি রাখি সাওয়ান্তকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। যখন আমার সঙ্গে তার পরিচয় হয়, তখন মনে হয়েছিল তিনি এমন একজন মানুষ, যিনি ঈশ্বরকে খুব ভালোবাসেন। তিনি তার জীবনে অনেক উত্থান-পতনও দেখেছেন। বাবা-মাকে হারিয়েছেন ঠিকই, কিন্তু যতদিন তারা বেঁচেছিলেন দেখাশোনা করেছেন। আমার খুব ভালোলেগেছিল ওকে। তাই প্রস্তাব দিয়েছিলাম।’

তবে দোদির মনে হয়েছে মানুষ বিষয়টিকে খুব ভালো ভাবে নিচ্ছেন না। তিনি এই বিষয়ে প্রচুর বার্তা এবং ভিডিও পেয়েছেন। এবং তিনি সেটা সহ্য করতে পারছেন না। 

দোদির কথায়, ‘রাখি, আপনি আমার খুব ভালো বন্ধু এবং সবসময়ই সেটা থাকবেন। আপনি আমার বৌ না হলেও, আমি কথা দিচ্ছি আপনি পাকিস্তানের বধূ হবেন। আমি আপনাকে আমার এক ভাইয়ের সঙ্গে বিয়ে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *