ফেসবুকে আমাকে নিষিদ্ধ করা সাড়ে ৭ কোটি মানুষের অপমান: ট্রাম্প

Share Now..


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই বছরের জন্য ফেসবুকে নিষিদ্ধ করা হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ গতকাল শুক্রবার (৪ জুন) রাতে জানিয়েছে, ওই সময় পর্যন্ত ট্রাম্প ফেসবুকে কোনো পোস্ট শেয়ার দিতে পারবেন না। এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সাবেক এই প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা সাড়ে ৭ কোটি মানুষকে অপমান করেছে। এসব মানুষ ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমাকে ভোট দিয়েছিলো। ফেসবুক এসব মানুষের ওপর সেন্সরশীপ আরোপ ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সুবিধা করতে পারবে না। জয় আমাদের হবেই।’

ফেসবুকে আমাকে নিষিদ্ধ করা সাড়ে ৭ কোটি মানুষের অপমান: ট্রাম্প

ক্যাপিটল হিলে সহিংসতায় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে ট্রাম্পকে ফেসবুকে নিষিদ্ধ করা হয়। তার শাস্তির বিষয়টি গত মে মাসে ফেসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ওই বোর্ড ট্রাম্পের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতে উসকানিমূলক পোস্ট দিলে ট্রাম্পের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত ৭ জানুয়ারিতে ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। ওইদিন থেকে দুই বছরের জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *