ফেসবুক দেখাচ্ছে মৃত, পলাশ বললেন- বেঁচে আছি!

Share Now..

ফেসবুক বিভ্রাটে পড়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। সামাজিক যোগাযোগের জনপ্রিয় এ মাধ্যমটি ঘোষণা করেছে, তিনি মৃত! তাই তার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে। যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলে ফেসবুক কর্তৃপক্ষ এই ট্যাগ লাগিয়ে দেয়। তাই আপাতত তাকে ‘মৃত’ দেখাচ্ছে।

বিষয়টি নিয়ে পলাশ বললেন, ‘আমি যেহেতু কথা বলতে পারছি, তার মানে বেঁচে আছি। আসলে যারা মানসিকভাবে বিকৃত তারা ফেসবুকে আবেদন করে জানিয়েছে, আমি নাকি মারা গেছি! কিছু বলার নেই! ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে।’

পলাশ আরও বলেন, ‘আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত। তাদের শান্তি কামনা করছি।’
পলাশ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের জন্য সবচেয়ে আলোচিত। এর কল্যাণেই তার নাম জিয়াউল হক পলাশ হলেও সবাই তাকে ‘কাবিলা’ বলেই ডাকেন। যদিও তিনি শোবিজে পা রেখেছিলেন একজন নির্মাতা হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *