ফ্যানের সিলিংয়ে ফাঁস দিয়ে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা

Share Now..

ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আবিদ বিন আজাদ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়।

সোমবার দুপুরে ক্যাম্পাসের মূল ফটক পার্শ্ববর্তী ব্রাদার্স হাউস নামে একটি মেসে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাড়ে ৪টার দিকে লাশ উদ্ধার করে ইবি থানা পুলিশ।

তার রুমমেট ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাব্বির জানান, সকাল ভোরের দিকে আবিদের সাথে আমার সর্বশেষ কথা হয়। পরে আমি ঘুমিয়ে পড়ি। জেগে দেখি আবিদ ক্যাম্পাসে চলে গেছে। পরে সকাল ৯ টারদিকে আমি ক্যাম্পাসে যাই। আনুমানিক ২ টার দিকে ক্যাম্পাস থেকে ফিরে এসে দেখি ভিতর থেকে দরজা আটকানো। এসময় অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পেছন দিয়ে মই দিয়ে উঠে রুমের জানালা দিয়ে দেখি তার লাশ ঝুলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাব্বির আবিদের ঝুলন্ত মরদেহ দেখার পর মেসের অন্য সদস্যদের ডাকেন। পরে তারা মেস মালিক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। পরে ঘটনাস্থলে প্রক্টরিয়ার বডি ও পুলিশ উপস্থিত হয়। পরে সাড়ে ৪ টার দিকে দরজা কেটে পুলিশ লাশ উদ্ধার করে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই মেসে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক কাজ শেষে লাশটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এরকম ঘটনা সত্যিই দুঃখজনক। আমি তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ভিসি স্যার সার্বিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন এবং নির্দেশনা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *