ফ্যান্টা‌সি চুয়াডাঙ্গার উদ্বোধন

Share Now..

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: ২৭/০৬/২৩ইং:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার চুয়াডাঙ্গা-দর্শনা সড়‌কের পুড়াপাড়া নামক স্থা‌নে ফ্যান্টা‌সি চুয়াডাঙ্গা না‌মে এক‌টি ফুড ও বি‌নোদন পা‌র্কের উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টার দি‌কে দামুড়হুদা উপ‌জেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে ফিতা কে‌টে এই  ফুড ও বি‌নোদন পা‌র্কের উদ্বোধন ক‌রেন। 

এসময় উপজেলা ‌চেয়ারম্যান ব‌লেন, এটা এক‌টি সুস্থ ধারার বি‌নোদন কেন্দ্র হ‌বে ব‌লে আমি আশা কর‌ছি। 

ফ্যান্টা‌সি চুয়াডাঙ্গার প্রোপাইটর রইচ উদ্দীন মোল্লা জানান, এই বি‌নোদন কে‌ন্দ্রের নাম ‘ফ্যান্টা‌সি চুয়াডাঙ্গা’ দেওয়ার কারণ চুয়াডাঙ্গা‌কে দেশবা‌সির কা‌ছে তু‌লে ধরা। গতানুগ‌তিক আর পাট‌টি বিনোদন কে‌ন্দ্রের মত আমা‌দের বি‌নোদন কেন্দ্র‌টি হ‌বে না। এটি হ‌বে এক‌টি সুস্থ ধারার পা‌রিবা‌রিক বি‌নোদন কেন্দ্র।

উদ্বোধ‌নি অনুষ্ঠা‌নে বি‌শেষ অতি‌থি হি‌সে‌বে ছি‌লেন, দামুড়হুদা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক ও দামুড়হুদা ইউপি চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা ইউনিয়ন আ,লী‌গের সাধারণ সম্পাদক ও জেলা প‌রিষ‌দের সা‌বেক সদস্য শ‌ফিউল ক‌বির ইউসুফ, দামুড়হুদা প্রেস ক্লা‌বের সভাপ‌তি এম নূরুন্নবী, উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সাজু আহা‌ম্মদ রিংকু প্রমুখ। #  #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *