ফ্রান্সের নেশনস লিগ স্বপ্ন শেষ করে দিলো ক্রোয়েশিয়া
Share Now..
নেশনস লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়স ফ্রান্স। কিন্তু তারা এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাদেরকে ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে সব আশা শেষ করে দিয়েছে ক্রোয়েশিয়া। অর্থাৎ আগামী বছর অনুষ্ঠেয় ফাইনালে কোনোভাবেই পৌঁছাতে পারবে না ফরাসিরা।গতরাতে ম্যাচের ৫ মিনিটেই গোল পেয়ে যায় ক্রোয়েটরা। ফরাসি ডি-বক্সের ভেতর আন্তে বুদিমিরকে ফাউল করে বসেন ইব্রাহিমা কোনাতে। রেফারি পোনাল্টির বাজি বাজাতে দেরি করেননি। সেটিকে গোলে রুপান্তর করেন লুকা মদরিচ। শেষ পর্যন্ত এটাই ম্যাচের ফল নির্ধারক হয়। এই পরাজয়ের ফলে চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ ওয়ানের তলানিতে দিদিয়ের দেশমের শীষ্যরা।গ্রুপের পরবর্তী দুই রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে। ফ্রান্স আশা করছে তখন লিগ বি এর রেলিগেশন এড়াতে সক্ষম হবে তারা।