ফ্রি এজেন্টে বার্সা ছাড়তে রাজি দানি ওলমো
২০২২ সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আর্থিক সংকটে পড়ে বার্সেলোনা। যার কারণে ক্লাব ছাড়তে হয়েছে কিংবদন্তি লিওনেল মেসিকে। ধীরে ধীরে সেই আর্থিক সংকট কাটিয়ে উঠতে লাগলো লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ী দলটি। তবে নতুন বছরে আবারও আর্থিক সংকটের মুখে পড়তে যাচ্ছে বার্সেলোনা। যার কারণে ফ্রি এজেন্টে বার্সা ছাড়তে রাজি স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
গেল আগস্টে ৫৫ মিলিয়ন ইউরোতে জার্মান ক্লাব লিপজিগ ছেড়ে স্বদেশি ক্লাব বার্সেলোনাতে যোগ দেন দানি ওলমো। ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন এই মিডফিল্ডার। তবে স্প্যানিশ লিগ লা লিগার খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হয়নি দানি ওলমোর নাম। ক্লাবের তফর থেকে বলা হয়েছে আগামী ৩১ জানুয়ারির ভেতরে লা লিগায় খেলোয়াড় হিসেবে নিবন্ধন করা হবে দানি ওলমোর নাম। তবে এত সময় পাচ্ছে না কাতালানরা। বার্সাকে এতদিন সময় দেবে না লা লিগা কর্তৃপক্ষ। আদালত থেকেও বার্সেলোনার এমন প্রস্তাব খারিজ করা হয়েছে। গেল পরশু লা লিগার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বার্সেলোনা এমন কোনো বিকল্প ব্যবস্থা করেনি। যার কারণে নিবন্ধনের অনুমতি দেওয়া হবে। লা লিগার অর্থনৈতিক নিয়ন্ত্রণ আইন অনুসারে, আগামী ৩ জানুয়ারির মধ্যে যে কোনো খেলোয়াড়কে নিবন্ধন করাতে হবে।’ যা বর্তমান পরিস্থিতিতে বার্সার জন্য মোটেও সহজ না।
তবে বার্সা যদি এই নিবন্ধন করতে না পারে, তাহলে দানি ওলমোর ২০৩০ সাল পর্যন্ত চুক্তির সম্পূর্ণ বেতন ও ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও লিপজিগকে ৪৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফ্রি দিতে হবে। শুধু দানি গুলমো নয়-পাউ ভিক্টরকে নিয়ে একই সমস্যায় পড়েছে কাতালান ক্লাবটি। তবে দানি ওলমো এবং পাউ ভিক্টরকে রাখতে বার্সেলোনা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে ভিআইপি বক্সের আসন বিক্রি করে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে ক্লাবটি। যেখান থেকে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর বেশি আয় করতে পারবে কাতালানরা। বার্সেলোনার জার্সি গায়ে সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেছেন দানি ওলমো। করেছিলেন ছয়টি গোল এবং একটি আসিস্ট।