ফ্রি-কিকে মেসির দারুণ গোল, তবুও জয়বঞ্চিত আর্জেন্টিনা
কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হওয়া এ ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে আকাশি-সাদারা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের সময় পেনাল্টিতে চিলিকে সমতায় ফেরান এদওয়ার্দো ভারগাস। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।ম্যাচের ৩৩ মিনিটে বক্সের একটু বাইরে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। দারুণ বাঁকানো শটে সেটিকে জালে জড়িয়ে দেন মেসি। যদিও ৭৯ মিনিটে মেসির বাড়ানো বলে দারুণ সুযোগ পেয়েছিলেন গঞ্জালেস কিন্তু মিস করেন তিনি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত পাঁচ মিনিটেও চিলির গোলমুখ খুলতে পারেনি আকাশি-সাদারা। গ্রুপপর্বে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে শনিবার সকাল ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে। আর চিলি মুখোমুখি হবে বলিভিয়ার।
Get ready to conquer the virtual battlefield Lucky Cola