ফ্রি ল্যান্সিং প্রশিক্ষনের উদ্বোধনকালে জেলা প্রশাসক মনিরা বেগম “সুস্থ শরীর আর প্রযুক্তিগত বিদ্যা থাকলে কোন যুবকই বেকার থাকবে না”
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলার জন্য ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ ফ্রি ল্যান্সিং প্রশিক্ষনের কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এ্যাড আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার সুধাংশু শেখর, পিআইও নিউটন বাইন, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও আরতি দত্তসহ উপজেলার পরিষদের কর্মকর্তা এবং প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, আমাদের সীমিত সম্পদ কাজে লাগাতে দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। প্রতিটি মানুষের হাতকে কর্মে পরিণত করতে পারলে দেশ উন্নতির শিখরে পৌছে যাবে। তিনি বলেন, সমাজে কোন কাজ ছোট নয়। একজন বেকার যুবক প্রশিক্ষন নিয়ে নিজের জীবনকে সাজাতে পারে। জেলা প্রশাসক বলেন, অনেকেই নিজ দেশের রেষ্টুরেন্টে কাজ করতে দ্বিধাবোধ করেন, কিন্তু বিদেশে গিয়ে আবার তারা সেই কাজ করে অর্থ উপার্জন করেন। এ ক্ষেত্রে যুবকদের দৃষ্টি ভঙ্গি পাল্টাতে হবে। সুস্থ শরীর আর প্রযুক্তিগত বিদ্যা থাকলে কোন যুবকই বেকার থাকবে না। তিনি ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন নিয়ে বেকারত্ব ঘুচিয়ে সমাজ ও সংসারে যুবকদের অবদান রাখার আহবান জানান।
Dominate the game with strategic moves and lightning reflexes Lucky Cola
mefenamic acid and pau d arco both increase anticoagulation cytotec buy usa
Atoh1 expression is gradually downregulated in cochlear hair cells in the first few days after birth, commencing at the base of the cochlea and finally being extinguished at the apex several days later can i buy augmentin over the counter Dual role of autophagy in cancer