বক্স অফিসে ব্যর্থ ‘রাধে শ্যাম’!

Share Now..

মুক্তির আগে থেকেই অনেকে সংশয় প্রকাশ করছিলেন পূজা হেগডে-প্রভাস অভিনীত ‘রাধে শ্যাম’ সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে পারে। কেননা, ক’দিন আগেই মুক্তি পেয়েছে আলিয়ার বিগ বাজেটের ‘গাঙ্গুবাঈ কটিয়াদি’ সিনেমাটি।

এবার তাদের ধারণা সত্যে রূপ নিয়েছে। সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। দর্শক প্রশংসিত হলেও সিনেমাটি বক্স অফিসে অনেকটাই ব্যর্থ হয়েছে। এদিকে দু-দিন আগে মুক্তি পাওয়া অক্ষয়-কৃতির ‘বচ্চন পান্ডে’ মুক্তি ‘রাধে শ্যাম’ সিনেমাটিকে মরার ওপর খাড়ার ঘাঁ দিচ্ছে বলেই মনে করছেন সিনেবোদ্ধারা। কারণ সিনেমাটি মুক্তির প্রথমদিনই ১ কোটি রূপি আয় করে তাক লাগিয়ে দিয়েছে।

তবে ‘রাধে শ্যাম’ ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ হলেও নিজের অভিনয় এবং দর্শক প্রতিক্রিয়া দারুণ উচ্ছ্বসিত পূজা। তিনি বলেন, ‘সিনেমাটি হয়তো সেভাবে ব্যবসা করতে পারছে না। একইসঙ্গে একাধিক বিগ বাজেট এবং ভিন্নধর্মী গল্পের সিনেমা মুক্তি পেলে এমনটা হতেই পারে। এতে হতাশ হওয়ার কিছু আছে বলে আমি মনে করছি না। তবে আমি একজন অভিনেত্রী হিসেবে দারুণ খুশি। কারণ সিনেমাহল থেকে বের হওয়ার পর দর্শকদের প্রশংসা আমাকে মুগ্ধ করেছে। সকলেই বলছেন, সাবলীল অভিনয় করেছি। এটা আমার জন্য অনুপ্রেরণার।’

উল্লেখ্য, পূজাকে পরবর্তীতে দেখা যাবে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ ও ‘সার্কাস’ সিনেমায়। সিনেমা দুটিতে রণবীর সিং ও সালমান খানের দেখা যাবে তাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *