বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা

Share Now..

সদ্য দায়িত্ব নেওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আজ শনিবার (১ জানুয়ারি) তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদন শেষেপ্রধান বিচারপতি বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকবেন মানুষের মধ্যে এবং বাংলার প্রত্যেকটি আনাচে কানাচে আমরা বঙ্গবন্ধুকে অনুভব করি। মৃত বঙ্গবন্ধু এখন জীবিত বঙ্গবন্ধুর থেকে অনেক শক্তিশালী।’

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শুক্রবার বিকেলে শপথ নেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ এর ক্ষমতাবলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। উক্ত নিয়োগ শপথ গ্রহণের দিন থেকে কার্যকর হবে।

One thought on “বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা

  • February 11, 2024 at 12:24 pm
    Permalink

    MyCellSpy est une application puissante pour la surveillance à distance en temps réel des téléphones Android.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *