বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে বাস্কেটবলে জয়ী ইবি টিম

Share Now..

ইবি প্রতিনিধি-

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবলে ২১টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাস্কেটবল দলকে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

রোববার (২ অক্টোবর) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফাইনাল মোট চার কোয়ার্টারে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ স্কোর করায় পুরস্কার পেয়েছেন ইবির ক্রিস্টোফার।

জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও পোলার আইসক্রিমের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে টানা তিন বার (২০১৭-১৮-১৯) ইবি আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে শিরোপা অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম ও বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সিইও রঞ্জিত চন্দ্র দাশ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ইবি বাস্কেটবল টিমের অধিনায়ক সাকিব অনুভূতি ব্যক্ত করে বলেন, এ বিজয় অর্জনে আমরা খুবই খুশি। টিমের সকলে ভালো খেলায় আমরা জয় লাভ করেছি। সকলের সহযোগীতায় আমরা বিজয়ের এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।

এ বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল জানান, বঙ্গবন্ধু চ্যাম্পে আমাদের বাস্কেটবল টিম অপরাজিত থেকে চ্যাম্পিয়ান হওয়ায় আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে পর্যাপ্ত সাপোর্ট পেলে টিম আরও এগিয়ে যাবে।

2 thoughts on “বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে বাস্কেটবলে জয়ী ইবি টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *