বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচিত ইবির খাইরুল
ইবি প্রতিনিধি –
মাদরাসা শিক্ষা অধিক্ষেত্রে ‘বঙ্গবন্ধু স্কলার’ হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খাইরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, ভৌতবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান, জীববিজ্ঞান, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসা, চারুকারু, কৃষিবিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা অধিক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থী ‘বঙ্গবন্ধু স্কলার’ স্বীকৃতি ও বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৭ জন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ১ জন করে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ইবি শিক্ষার্থী খাইরুল ইসলাম বলেন, ’মুজিব শতবর্ষ উপলক্ষ্যে শিক্ষা সহায়তা ট্রাস্ট এর এই অসাধারণ উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের খ্যাতনামা সকল প্রতিষ্ঠান হতে নির্বাচিত ১৩ জনের একজন হতে পেরে আমি উচ্ছ্বসিত ও আনন্দিত। এই আয়োজন একটি বিশাল কর্মযজ্ঞ ছিল।’