বছরজুড়ে আলোচনায় ছিলেন যে সকল অভিনেত্রী

Share Now..

‘নকশী কাঁথার জমিন’ দিয়ে শেষ হচ্ছে ২০২৪ সালের মুক্তির হিসাব। এ বছর দেশের প্রেক্ষাগৃহে প্রায় ৪৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বছরের মাঝামাঝি কয়েক মাস রাজনৈতিক পরিস্থিতির কারণে সিনেমা মুক্তি বন্ধ ছিল, শেষ কয়েক মাসে এসে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। ঢাকাই সিনেমায় বছরজুড়ে আলোচিত অভিনেত্রীদের নিয়ে আজকের আয়োজন-

জয়া আহসান

বছর শেষে জয়া আহসান অভিনীত ‘নকশী কাঁথার জমিন’ মুক্তি পেয়েছে। আকরাম খান পরিচালিত এ ছবি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে প্রদর্শিত হয়েছে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মিত এ সিনেমা মুক্তিকে ঘিরে জয়া আহসান রয়েছেন আলোচনায়। ছবিটি কেমন হয়েছে, তা জানতে যদিও আরো অপেক্ষা করতে হবে। জয়ার ‘পেয়ারার সুবাস’ বছরের প্রথমভাগে মুক্তি পায়। নূরুল আলম আতিকের সিনেমাটিতে জয়ার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। পূজা চেরী

এ বছর পূজা চেরীর দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘লিপস্টিক’, অন্যটি সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’। চলচ্চিত্রের পাশাপাশি এ বছর পূজা চেরী ওয়েব ফিল্মেও কাজ করেছেন। বছরজুড়ে বিভিন্ন ধরনের ইভেন্টে ছিল পূজার সরব উপস্থিতি। সব মিলিয়ে আলোচনায় ছিলেন এই ঢালিউড তারকা। মেহজাবীন চৌধুরী

শুরুটা মেহজীবনের ‘লাক্স- চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে। তারপর টানা ১৫ বছর ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন। এ বছরেই চলচ্চিত্রে অভিষেক ঘটেছে তার। বছর শেষে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে প্রেক্ষাগৃহের দর্শকের সঙ্গে তার প্রথম যোগাযোগ ঘটে। সিনেমাটি বিশ্বের কয়েকটি উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয় মালতী’ সিনেমাতে মেহজাবীনের অভিনয়ে সাধারণ দর্শকেরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি অগ্রজ অভিনয়শিল্পী ও পরিচালকেরাও মুগ্ধ হয়েছেন।

এর আগে ‘সাবা’ চলচ্চিত্র নিয়েও মেহজাবীন বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন। এসব উৎসবে তার সঙ্গে দেখা হয়েছে হলিউড- বলিউডের সুপরিচিত তারকা ও পরিচালকেরও। সব মিলিয়ে বছরজুড়ে তার কাজের জন্য মেহজাবীন ছিলেন আলোচনায়। শবনম বুবলী

শবনম বুবলী আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একটানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেন। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এ বছরও দুই ঈদে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘মায়া দ্য লাভ’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা দুটি ছিল মোটামুটি। তবে মিশুক মুনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়শিল্পী বুবলীকে সবাই খুঁজে পেয়েছেন।

রায়হান রাফীর ‘টান’ ও ‘সাত নম্বর ফ্লোর’ দেখে শবনম বুবলীর অনুরাগী সংখ্যা বেড়েছে। কিন্তু সিনেমাতেই কেন যেন সেই বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন নানা প্রকার মন্তব্যে অনুরাগীরা সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বছর শেষে ‘পিনিক’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেছেন তিনি। এ সিনেমায় প্রথমবারের মতো তাকে নেতিবাচক চরিত্রে
দেখা যাবে। শবনম বুবলী

শবনম বুবলী আট বছর আগে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর একটানা ডজনখানেক চলচ্চিত্রে অভিনয় করেন। ঢালিউডে অভিষেক হওয়ার পর থেকেই প্রতি ঈদে তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে। এ বছরও দুই ঈদে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘মায়া দ্য লাভ’ ও ‘রিভেঞ্জ’ সিনেমা দুটি ছিল মোটামুটি। তবে মিশুক মুনিরের ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়শিল্পী বুবলীকে সবাই খুঁজে পেয়েছেন।

রায়হান রাফীর ‘টান’ ও ‘সাত নম্বর ফ্লোর’ দেখে শবনম বুবলীর অনুরাগী সংখ্যা বেড়েছে। কিন্তু সিনেমাতেই কেন যেন সেই বুবলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন নানা প্রকার মন্তব্যে অনুরাগীরা সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বছর শেষে ‘পিনিক’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে শুটিং শুরু করেছেন তিনি। এ সিনেমায় প্রথমবারের মতো তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।

তাসনিয়া ফারিণ

বেশ কয়েক বছর ধরে নাটকে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। এর মধ্যে গত বছর কলকাতায় একটি চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এ বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই তারকার ‘ফাতিমা’ সিনেমাটি। ধ্রুব হাসান পরিচালিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় আসেন ফারিণ। এতে অভিনয়ের জন্য ইরানের ‘ফজর’ উৎসবে পুরস্কৃত হন এই অভিনয়শিল্পী। বেশ প্রশংসিত হয়েছেন তিনি এই সিনেমায় অভিনয়ের জন্য।

অভিজিৎ সেনের পরিচালনায় ‘প্রতীক্ষা’ নামে কলকাতার একটি সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। নভেম্বরের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করেননি তিনি। নানা অনিশ্চয়তার কারণে সিনেমাটি থেকে সরে আসেন ফারিণ। এই সিনেমা ছেড়ে দেওয়ার খবরটির মাধ্যমেও তিনি ছিলেন আলোচনায়। কুসুম সিকদার

দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ে করছেন কুসুম সিকদার। গানও গেয়েছেন। এ বছর নতুন পরিচয়ে দর্শকের সামনে আসেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ‘শরতের জবা’ নামের এই চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি। ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসা এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন এ বছরে। ‘শরতের জবা’ সিনেমার গল্পটি তার লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। সিনেমাটি নিয়ে এ বছর ব্যাপক আলোচনায় ছিলেন কুসুম সিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *