বজ্রপাতে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেবে ভারত
Share Now..
ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের। সোমবার (৭ জুন) এ ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বজ্রপাতে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে ।
এদিন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর জাতীয় বিপর্যয় তহবিল থেকে বিভিন্ন স্থানে বজ্রপাতে মৃতদের পরিবারকে দু’ লক্ষ টাকা আর্থিক সাহায্য করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দু- লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন।
আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা
করে।