বড় বিনিয়োগ করতে চেয়েও হাসিনা সরকারের অনাগ্রহে ফেরত যায় সৌদি আরামকো
\ নবচিত্র ডেক্স \
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনাগ্রহে ফিরে যায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে সৌদি রাষ্ট্রদূতের এমন বক্তব্য এলো। রবিবার (৫ জানুয়ারি) এ সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈশ্বিক জ্বালানির বাজারে প্রধান কেন্দ্রবিন্দুর নাম সৌদি আরব। সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানি করে দেশটি। সেদেশের রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি। কেবল সৌদি আরবই নয় বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানিও আরামকো। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তিস্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে মন্তব্য করে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করেছে। তবে তাদেরকে স্বাগত জানানো হয়নি।’
সেমিনারে রাষ্ট্রদূত সৌদিআরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্ক রয়েছে জানিয়ে দুদেশ একে অপরের ইস্যু নিয়ে কখনও কথা বলেনি বলেও মন্তব্য করেন। আরামকোর মতো গুরুত্বপূর্ণ কোম্পানির বিনিয়োগ বাংলাদেশে আনা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে চলমান সংকট কাটানো যেতো বলে মনে করা হয়। সেমিনারে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শুধু সৌদি কোম্পানি আরামকোই নয়, তাদের মতো দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল পতিত সরকার।’ ছাত্র-জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট ক্ষমতার পালাবদল হয়। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দেশে বিনিয়োগের পরিবেশের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
Noodlemagazine Very well presented. Every quote was awesome and thanks for sharing the content. Keep sharing and keep motivating others.
Noodlemagazine Nice post. I learn something totally new and challenging on websites