বড় লিডের পথে শ্রীলঙ্কা

Share Now..

সিলেট টেস্টের দ্বিতীয় দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ইনিংসের ২০তম ওভারে তাদের সংগ্রহ ৮ উইকেটের বিনিমতে ৮০ রান। প্রথম ইনিংসের ২৮০ রানের ওপর ভর করে ১৭২ রানের লিড নিয়ে খেলছে তারা। দিমুথ করুনারত্নে ২৮ আর ধনঞ্জয়া ডি সিলভা শূন্য রানে অপরাজিত আছেন।

প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ। ৬৪ রানের মধ্যে তাদের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছে টাইগাররা। এর মধ্যে দুটি উইকেট নাহিদ রানার।

বিপিএলেই গতির রাজা হিসেবে চিহ্নিত হয়েছিলেন নাহিদ রানা। জাতীয় দলে সুযোগ পেয়েই সেই গতির পসরা সাজিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৩ উইকেট।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ৬ষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন নাহিদ। এই ওভারের চতুর্থ বলে তেমনই এক ডেলিভারিতে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন লঙ্কান ওপেনার নিশান মাধুশঙ্কা। ২০ বলে ১০ রান করে আউট হন তিনি। এরপর রানার দারুণ ডেলিভারিতে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন কুশল মেন্ডিস (৩)।

অ্যাঞ্জেলো ম্যাথিউস অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন। অবশেষে বল হাতে নিয়েই লঙ্কান এই অভিজ্ঞ ব্যাটারকে ঘূর্ণিজাদুতে পরাস্ত করেছেন তাইজুল ইসলাম। তাইজুলের টার্নিং ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষক লিটনকে ক্যাচ দিয়েছেন ম্যাথিউস (২২)।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলংকার করা ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯২ রানে লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় দিন ব্যক্তিগত ১২ রানে শ্রীলংকান পেসার লাহিরু কুমারার শিকার হন জয়। এরপর ৩টি চারে ভালো শুরু করা মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেনকে ১৮ রানে থামিয়ে দেন কুমারা।

শাহাদাতের বিদায়ে ক্রিজে আসেন উইকেটরক্ষক লিটন দাস। ৪টি চারে উইকেটে সেট হয়ে ২৫ রান তুলে কুমারার তৃতীয় শিকার হন তিনি। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে কাসুন রাজিথার বলে ৪৭ রানে আউট হন তাইজুল। ৮০ বল খেলে ৬টি চার মারেন তিনি। আট নম্বরে নামা মেহেদি হাসান মিরাজ ১১ রানে আউট হলে দেড়শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে ৩৫ বলে ৪০ রানের জুটি গড়ে বাংলাদেশকে দলীয় ২শর পথে নিয়ে যেতে থাকেন দুই টেল-এন্ডার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।

দলীয় ১৮৭ রানে শরিফুলকে শিকার করে জুটি ভাঙ্গেন বিশ্ব ফার্নান্দো। এরপর শেষ ব্যাটার হিসেবে খালেদকেও আউট করে বাংলাদেশের ইনিংস ১৮৮ রানে শেষ করেন ফার্নান্দো। শরিফুল ১৫ ও খালেদ ২২ রান করেন। শ্রীলংকার ফার্নান্দো ৪টি, কুমারা-রাজিথা ৩টি করে উইকেট নেন।

স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৮০ (কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, করুণারত্নে ১৭, কুশল মেন্ডিস ১৬; খালেদ ৩/৭২, রানা ৩/৮৭, তাইজুল ১/৩১, শরীফুল ১/৫৯)।

বাংলাদেশ ১ম ইনিংস: ৫১.৩ ওভারে ১৮৮ (মাহমুদুল ১২, জাকির ৯, মুমিনুল ৫, নাজমুল ৫, তাইজুল ৪৭, শাহাদাত ১৮, লিটন ২৫, মিরাজ ১১, শরীফুল ১৫, খালেদ ২২, নাহিদ ০* ; বিশ্ব ৪/৪৮, রাজিতা ৩/৫৬, কুমারা ৩/৩১, জয়াসুরিয়া ০/৩৩, ধনাঞ্জয়া ০/৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *