বন্দুক সহিংসতায় নিহতদের স্মরণে বাইডেনের কমলা টাই
Share Now..
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা সম্পর্কে সচেতনতা দিবস উপলক্ষে সহিংসতায় নিহত মার্কিন নাগরিকদের স্মরণে কমলা টাই পরেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (৫ জুন) ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে কমলা টাই পরে ছবি পোস্ট করেন বাইডেন নিজেই।টুইটে তিনি লিখেছেন, এই বন্দুক সহিংসতা সচেতনতা দিবসে আমি বন্দুকের সহিংসতায় নিহত আমেরিকানদের সম্মানে কমলা রঙ পরেছি। এটি একটি মহামারী এবং এটি শেষ করার সময় এসেছে। আমি কংগ্রেসকে প্রাণ বাঁচাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।প্রতি জুন মাসের প্রথম শুক্রবার যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা সম্পর্কে সচেতনতা দিবস জাতীয় ভাবে পালন করা হয়। এইদিনে সহিংসতায় মারা যাওয়া মানুষদের স্মরণ করা হয়।