বন্ধুকে ছাড়াতে পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা, ৭ দিনের রিমান্ডে বাংলাদেশি
মালয়েশিয়ায় ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন দেশটির কুয়ালা সেলাঙ্গর ম্যাজিস্ট্রেট আদালত। শুক্রবার (৩ ডিসেম্বর) ম্যাজিস্ট্রেট সিতি হাজার আলী এ রিমান্ড মঞ্জুর করেন।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া বন্ধুকে ছাড়াতে মালয়েশিয়ায় পুলিশকে ৩ হাজার ৯০০ রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) কুয়ালা সেলাঙ্গর কার্যালয়ে সাক্ষ্য দিতে হাজির হওয়ার সময় সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, সন্দেহভাজন ওই বাংলাদেশি চুরির অভিযোগে গ্রেফতার হওয়া তার এক বন্ধুকে ছেড়ে দিতে কুয়ালা সেলাঙ্গর পুলিশ স্টেশনের সদস্যদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। সেলাঙ্গর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক ওরফে সেলিম জানান, দুদক আইন ২০০৯ এর ১৭ (বি) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।
Article writing is also a excitement, if you be familiar with after that you can write
otherwise it is difficult to write.