ববির জীবনের ‘ভয়ংকর রাত’

Share Now..

ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২০১৯ সালের আজকের এই দিনে (০৫ এপ্রিল) এই অভিনেত্রীর বাবা মারা যান। এই রাতকে নিজের জীবনের ‘ভয়ংকর রাত’ বলে আখ্যা দিয়েছেন ববি।

বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ববি। সেখানে তিনি লিখেছেন, ‘কি যে ভয়ংকর রাত এপ্রিলের ৫ তারিখ। সবাই বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে! ভয়, অস্থিরতা, কান্না, কষ্ট যতো সময় যাবে ওই রাত আর এমন লাগবে না। কিন্তু আমার তো কমছে না। বরং কখনো কখনো বাড়ছে। মাঝে মধ্যে বিশ্বাস হয় না আব্বা নেই।
তিনি আরও লিখেছেন, ‘যে মানুষটা এতো সব কিছু করে দিলো- আর নেই! কিন্তু তার শিক্ষা, মানুষের জন্য ভালোবাসা, সরলতা, বুঝে হোক আর না বুঝে হোক সবসময় মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা এসব তো আর মুছে যাবে না।’

এই নায়িকা লিখেছেন, ‘অনেক দেখতে ইচ্ছে করে, জড়িয়ে ধরতে ইচ্ছে করে, একসঙ্গে বসে খেতে ইচ্ছে করে, সিনেমা দেখতে ইচ্ছে করে। ক্রিকেট খেলা দেখার সময় বাংলাদেশ না জিতলে প্রেসার হাই হয়ে যাওয়া, এতো সততা, আনুগত্য, সরলতা, এতো শক্তিশালী সমর্থন পদ্ধতি কোথায় পাবো? অনেক কথা ছিল তোমার সঙ্গে বলতে পারলাম না। আব্বা তুমি চলে যাবার আগের দুই সপ্তাহ আমি ভারতে শুটিং করছিলাম। নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি যদি সেই সময় তোমার সঙ্গে থাকতে পারতাম…। কতো আবদার, কতো ভালোবাসা, কতো অভিমান সব তোমার সঙ্গে নিয়ে গেছ।’

বর্তমানে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় অভিনয় করছেন ববি। এছাড়া আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত সিনেমা ‘বৃদ্ধাশ্রম’। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এসডি রুবেল। এতে ববির বিপরীতে অভিনয়ও করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *