বরিশাল বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা
ঘূর্ণিঝড় রেমাল বরিশালের পায়রা সমুদ্রবন্দরের আরো নিকটবর্তী দূরত্বে অবস্থান করছে। ইতিমধ্যে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার এই পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সব ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
তিনি জানান, ‘আজকে বরিশাল থেকে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূল না থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমান বন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে।’
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফ্লাইট চালু করা হবে বলে জানান সিরাজুল ইসলাম।
উল্লেখ্য, রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টা থেকে ১২টার মধ্যে উপকূলের কুয়াকাটা, মোংলা এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল।