বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১ জানুয়ারি) ঝিনাইদহে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ও পৌরসভার পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরে সমবেত হয় ছাত্রদলের নেতাকর্মীরা। র‌্যালিটি উজির আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা সাজেদুর রহমান পাপপু, এ্যাড. মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ^াস, আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সোমেনুজ্জামান, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রনেতা বখতিয়ার মাহমুদ, আব্দুস সালাম ও সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম আনন প্রমুখ। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ তার বক্তৃতায় বলেন, ছাত্রদল বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতারা আকতরে জীবন দিয়ে তারা দেশপ্রেমের প্রমান দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *