বসুরহাটে ১৪৪ ধারা জারি

Share Now..

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ইউএনও।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসায় বুধবার রাতে একদল দুর্বৃত্তে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এরপর একই স্থানে বিকেল ৩টায় পাল্টা সমাবেশ ডাক দেয় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ।

এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বসুরহাট বাজারে র‌্যাব, দাঙ্গা পুলিশ, অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ টহল দিচ্ছে।

One thought on “বসুরহাটে ১৪৪ ধারা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *