বাসের চাকায় পিষ্ট হয়ে হরিণাকুণ্ডুর মাছ ব্যবসায়ীর মৃত্যু
হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ
ঝিনাইদহের চাকলাপাড়া(পুরাতন হাটখোলা) এলাকায় বাসের ধাক্কায় এবং সামনের চাকায় পিষ্ট হয়ে হরিণাকুণ্ডুর এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টায় ঝিনাইদহ চাকলাপাড়ার কেমব্রিজ কিন্ডারগার্টেন স্কুলের সামনে।
নিহত মাছ ব্যবসায়ী জহির উদ্দীন(৬৫) হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শাখারীদহ গ্রামের মৃত ডাংকা বিস্বাসের ছেলে।
জানাযায় জহিরউদ্দীন মাছের আড়ৎ থেকে ফিরছিলেন এসময় কেমব্রিজ কিন্ডারগার্টেন স্কুলের সামনে পৌছালে পেছন থেকে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কে চলাচল রত একটি বাস তাকে ধাক্কা দেয় এবং সামনের চাকায় পিষ্ট করে, ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী জহিরউদ্দীনের মৃত্যু হয়।
এ ঘটনায় শাখারীদহ এলাকাবাসী রাস্তায় গাছফেলে বাস চলাচল বন্ধ করে দেয়।
হরিণাকুণ্ডু বাস কাউন্টার মাস্টার শেরআলী ও ঝিনাইদহ কাউন্টার মাস্টার টিপু জানান,দুপুরে মৃতের পরিবারের সাথে বাস মালিক ও শ্রমীকদের মিমাংশা হয়। মৃতের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার পর পূণরায় বাস চলাচল শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
মৃতের পরিবার সুত্র জানিয়েছেন ময়নাতদন্ত শেষে মৃতের নিজ গ্রাম শাখারীদহে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতী চলছে বলেও জানা গেছে।