বহু বছর পর নিজের ভোট নিজে দেবেন: ধর্ম উপদেষ্টা

Share Now..

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘বহু বছর পর আপনাদের নিজের ভোট নিজে দেবেন। ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।’ এর আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ওপর জোর দেন তিনি।

শনিবার (১৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের দমদমা এলাকায় মাদরাসাতুস শরফ আল ইসলামীয়া মাদরাসা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আমরা একটি পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছি। আমরা শাসন করতে আসিনি। আগামীতে যারা দেশ শাসন করবে তাদের পথ তৈরি করে দিতে এসেছি। আমাদের মেয়াদ কম, সংস্কার করবো, রাজনীতি স্থিতিশীল করার জন্য মেহনত করে যাচ্ছি। অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে চাই।

নির্বাচন কমিশন ঢেলে সাজিয়ে তারপর নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করলেই সহজে এসব কর্মকাণ্ড করা সম্ভব হবে। খালিদ হোসেন বলেন, প্রতিটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং ও মানুষের দ্বারে দ্বারে ভোট চাইবেন।

দেশের সম্পদ যারা লুট করে বিদেশে পাচার করে তারা কেমন দেশপ্রেমিক- প্রশ্ন রেখে উপদেষ্টা বলেন, তারা দেশপ্রেমিক হতে পারে না। এ দেশের আলেমরা দেশপ্রেমিক। বিদেশে আলেমদের বাড়ি নেই। আলেমদের বিদেশে তো দূরের কথা, দেশেই বাড়ি নেই।

তিনি আরও বলেন, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে দুর্নীতি করবো না। কাউকে করতে দেবো না। কেউ দুর্নীতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা করবো। আগামী দিনে বাংলাদেশে ইসলামবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে আলেম সমাজ বসে থাকবে না। আলেম সমাজ রাজপথে তাদের প্রতিরোধ করবে।

সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ঐক্যের কোনো বিকল্প নাই। সারা বিশ্বের ২০০ কোটি মুসলিম একত্রিত হতে পারলে গাজা, ফিলিস্তিনি, লেবানন ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *