বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট উইন্ডিজের

Share Now..

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ চলাকালে দল ঘোষণা করে ক্যারিবিয়ানরা। টেস্ট ও ওয়ানডেতে পারফর্ম করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন কেসি কার্টি।

এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন মারকুটে ব্যাটার জনসন চার্লস। তবে শেরফাইন রাদারফোর্ড ও ওয়ানডে অধিনায়ক শেই হোপকে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। বিগ ব্যাশের জন্য এই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার আকিল হোসেন প্রথম দুই ম্যাচ খেলার পর চলে যাবেন বিগ ব্যাশে। তার বদলে শেষ ম্যাচে যোগ দেবেন পেসার জেডন সিলস।

প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ মাথায় নিয়েই দল সাজাচ্ছেন তারা, ‘স্কোয়াডডা সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে এভেইলেবল খেলোয়াড়দের নিয়ে। আমার মনে হচ্ছে এটা আমাদের থিতু একটি দল। আমরা বড় দিনের আগে ক্যারিবিয়ানের মানুষকে আরেকটা সিরিজ জয় উপহার দিতে চাই।’ আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

One thought on “বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ওয়েস্ট উইন্ডিজের

  • December 13, 2024 at 12:23 pm
    Permalink

    It’s amazing designed for me to have a site, which is helpful in support of my know-how.
    thanks admin

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *