‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা অতুলনীয়’
Share Now..
ভারতীয় কংগ্রেস নেতা ও রাজস্থানের সাবেক উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট বলেছেন, যখনই কোনো মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যোগ্য নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে কেরালা রাজ্য কংগ্রেসের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
ইন্দিরা গান্ধীর নেতৃত্ব গুণের প্রশংসায় শচীন পাইলট বলেন, তার সিদ্ধান্তের জন্য আমরা চিরদিনের জন্য ঋণী হয়ে আছি। বাংলাদেশের যুদ্ধের সময় চরম একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছিলো। ওই পরিস্থিতিতে ইন্দিরা গান্ধী তার নেতৃত্ব গুণে যেভাবে পরিস্থিতির সামাল দিয়েছেন তা অতুলনীয়।