বাংলাদেশে এসে চড় মেরে পাল্টা চড় খেয়েছেন নোরা ফাতেহি

Share Now..


সম্প্রতি দ্য কপিল শর্মা শোয়ে ভক্তদের উদ্দেশ্যে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি তার সহ-অভিনেতার সঙ্গে এক বাজে অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘আমি তাকে চড় মেরে ছিলাম এবং তিনিও আমাকে ফিরে থাপ্পর মেরে দিলেন।নিজের নতুন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারের জন্য অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন নোরা ফাতেহি ।

শো’র একপর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরার অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি তাকে চড় মারি এবং তিনিও আমাকে পাল্টা চড় মারেন।

‘আমি তাকে পুনরায় চড় মারলে তিনি আমার চুল টেনে ধরেছিলেন। তারপর আমাদের মধ্যে বিশাল যুদ্ধ বেঁধে গেল। পরে পরিচালক এসে তা থামালেন।’

শো’তে নোরা ফাতেহি আরও প্রকাশ করেছেন যে তিনি কখনও পানিপুরি খাননি।

তবে চড় মারার ঘটনা কবে ঘটেছিল এবং কার সঙ্গে ঝগড়া হয়েছিল এবিষয়ে কোনো কিছু প্রকাশ করেননি নোরা ফাতেহি।

মরক্কো বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। নৃত্যশিল্পী হয়ে আট বছর আগে বলিউড অভিষেক হয় তার।এরপর থেকে বলিউড সিনেমায় ‘আইটেম গার্ল’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন।

বলিউডের ‘আইটেম সং’র ছবিগুলো হলো ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়ার

One thought on “বাংলাদেশে এসে চড় মেরে পাল্টা চড় খেয়েছেন নোরা ফাতেহি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *