বাংলাদেশে নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় ২-৩ শিশুর মৃত্যু 

Share Now..

বাংলাদেশে নিউমোনিয়ায় প্রতি ঘণ্টায় ২-৩টি শিশুর মৃত্যু হচ্ছে। বছরে মারা যাচ্ছে প্রায় ২৪ হাজার শিশু। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মোট মৃত্যুর ২৪ শতাংশই হয় নিউমোনিয়ায়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রেকশন কনফারেন্স হলে শিশুদের নিউমোনিয়া নিয়ে এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী নিউমোনিয়া নিয়ে কয়েকটি গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এসময় তিনি বলেন, ঘরের ভেতরে বাতাসের গুণগত মান উন্নয়ন করার মাধ্যমে নিউমোনিয়ায় মৃত্যুর ঝুঁকি অর্ধেক করা সম্ভব। তাছাড়া হাত ধোয়ার অভ্যাস এই রোগ ২১ শতাংশ কমাতে পারে বলে মনে করেন তিনি।

শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা বলেন, গত পাঁচ বছরে প্রতি হাজারে প্রায় সাত দশমিক চার শতাংশ নবজাতকের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়। প্রতি বছর আনুমানিক ছয় লাখ ৭৭ হাজার শিশু নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে নতুন রোগী আনুমানিক ৪০ লাখ। 

‘শিশুদের নিউমোনিয়া: আমরা কি যথেষ্ট করছি?’ শীর্ষক এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ড. নুর হক আলম, ড. কে জামান ও ড. আহমেদ এহসানুর রহমান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *