বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

Share Now..

চলতি বছর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের খুব একটা বিশ্রামের সুযোগ নেই। একটার পর আরেকটা সিরিজ বা টুর্নামেন্ট আছেই। এখন সবাই বিপিএল নিয়ে ব্যস্ত, এরপরই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। সেই লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে আফগানদের।

এদিকে, এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার পরপরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে টাইগাররা। সেখানে প্রোটিয়াদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে টিম বাংলাদেশ।

আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে জোহানসবার্গে এবং ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু আবার সেঞ্চুরিয়ান। এরপর ৩১ মার্চ-৪ এপ্রিল প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারবানে এবং দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথ। ৮-১২ এপ্রিল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একনজরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি:
১৮ মার্চ ২০২২: ১ম ওয়ানডে- সেঞ্চুরিয়ান
২০ মার্চ ২০২২: ২য় ওয়ানডে- জোহানেসবার্গ
২৩ মার্চ ২০২২: ৩য় ওয়ানডে- সেঞ্চুরিয়ান
৩১ মার্চ–৪ এপ্রিল: ১ম টেস্ট- ডারবান
৮ এপ্রিল– ১২ এপ্রিল: ২য় টেস্ট- পোর্ট এলিজাবেথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *