বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জের বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ।

Share Now..


স্টাফ রিপোটারঃ
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ঝিনাইদহের কালীগঞ্জে শীতবস্ত্র প্রদান করা হয়।শুক্রবার দিনব্যাপী কালীগঞ্জ কাশিপুর ও বারোবাজার বেদেপল্লীর (৭০০) জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান-বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের উওরণ ফাউন্ডেশনের পক্ষ হতে এই শীতবস্ত্র কম্বল পাঠানো হয়েছে।উত্তরণ নামে একটি ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছর (৭০০)জন নারী-পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।যার মধ্যে বারোবাজার বেদে পল্লীর ৩০০জন বেদে সম্প্রদায় ও কালীগঞ্জের কাশিপুর ৪০০ জন বেদে সম্প্রদায়ের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র প্রদান করেন।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র প্রদান করেন।
কাশিপুর বেদে পল্লীর সর্দার ইয়ার আলী জানান-অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান স্যার আমাদের বেদে সম্প্রদায়ের জন্য প্রতি বছর শীতবস্ত্র কম্বল সহ বিভিন্ন রকমের উপহার সামগ্রী দিয়ে থাকেন।আমরা এ শীতবস্ত্র পেয়ে আনন্দিত।

One thought on “বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কালীগঞ্জের বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *