বাংলাবান্ধা ইমিগ্রেশন চালু: ভিসাধারীরা যেতে পারবেন ভারতে

Share Now..


বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গিয়েছিলো দেশের অন্যতম স্থলবন্দর বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট। দুই বছরের বেশি সময় বন্দরটির ইমিগ্রেশন বন্ধ থাকায় শুক্রবার (৮ এপ্রিল) থেকে চালু হয়েছে। নতুন টুরিস্ট ভিসায় এ রুটটি ব্যবহার করে ভারতে যেতে পারবেন ভিসাধারী যাত্রীরা। ইমিগ্রেশন চেকপোস্ট সূত্র জানা যায়, মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় এ রুটে ভ্রমণ ভিসায় যাত্রী পারাপার বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে। এ রুটে ২০২২ সালে যেসব নতুন ভিসা অনুমোদন পাবে এবং ভিসায় বাংলাবান্ধা রুট উল্লেখ থাকবে তারা ভারতে যাতায়াত করতে পারবেন। বৃহস্পতিবার উভয় দেশের সংশ্লিষ্টদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ বিষয়ে শুক্রবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে নতুন কোনো ভিসা ইস্যু হলে আর বাংলাবান্ধা স্থলবন্দর রুট উল্লেখ থাকলে এ চেকপোস্ট দিয়ে ভারত যাতায়াত করতে পারবেন ভিসাধারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *