বাইডেন বোমা মেরে লাখ লাখ মানুষকে হত্যা করেছেন: রাশিয়া
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর কড়া জবাব দিয়েছে রাশিয়া।রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য’।
বুধবার (১৬ মার্চ) সাংবাদিকদের জো বাইডেন বলেন, আমার মতে পুতিন একজন যুদ্ধাপরাধী। এই মন্তব্যের জেরে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানান, আমরা বিশ্বাস করি এই ধরনের মন্তব্য একটি রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে আসা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য। বিশ্বজুড়ে তিনি অসংখ্য মানুষকে বোমা মেরে হত্যা করেছেন।
এর আগে, ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সর্বসম্মতভাবে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন, যা এক বিরল ঘটনা।
প্রস্তাবে পুতিনের ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত তদন্ত করতে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়।
ভোটাভুটির আগে সিনেটের ডেমোক্রেট দলীয় নেতা চাক শুমার এক বক্তব্যে বলেন, ‘নৃশংসতা’ চালানোর জন্য পুতিনকে জবাবদিহি করতে হবে। প্রস্তাবের প্রস্তাবক রিপাবলিকান দলীয় সিনেটর লিনজি গ্রাম এক বিবৃতিতে বলেছেন, ‘আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে, আমাদের ব্রিটিশ মিত্র ও অন্যদের সঙ্গে কাজ করে একটি গোয়েন্দা চক্র গড়ে তোলা, যারা যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সরকারি সামরিক ইউনিটগুলো ও তাদের কমান্ডারদের নাম জানাবে।’